অবতক খবর,৯ জুলাইঃ উল্টো রথেও জনসমুদ্র মায়াপুর ইসকনে। প্রায় আট দিন মাসির বাড়ি কাটিয়ে নিজগৃহে ফিরলেন জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী। মায়াপুর সমাধি মন্দিরের অস্থায়ী গুন্ডিচা থেকে পৃথক তিনটি রথে করে ইসকন থেকে ৫ কিলোমিটার দূরে রাজাপুর জগন্নাথ মন্দিরের উদ্দেশ্যে চলল রথ।

রথে রশি ধরে নিজেদের ধন্য করতে অসংখ্য মানুষ রাস্তা দুই ধারে দাঁড়িয়েছিল। কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে স্বর্ণ ঝাড়ু দিয়ে রাস্তা পরিষ্কার করে এগিয়ে চলল মায়াপুর ইসকনের সুসজ্জিত তিনটি রথ। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত ধর্মের মানুষের উপস্থিতিতে মিলন মেলায় পরিণত হয়েছে মায়াপুর ইসকন।