অবতক খবর,সংবাদদাতা উলুবেড়িয়া :: মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ঐকান্তিক উদ্যোগে পশ্চিমবঙ্গ সরকার রাজ্যবাসীর বাড়ির দুয়ারে নিয়ে এসেছে সরকারী পরিষেবা ,যেমন একশো দিনের কাজ, স্বাস্থ্যসাথী, তপশিলি /উপজাতি /ওবিসি /সাটি’ফিকেট প্রদান, জয় জোহার, তপশিলি বন্ধু, খাদ্যসাথী, শিক্ষাশ্রী, ঐক্যশ্রী, কন্যাশ্রী, রুপশ্রী, কৃষকবন্ধু । এই উপলক্ষে এগুলো কার্যকরী করার জন্য উলুবেড়িয়া দক্ষিণ কেন্দ্রের শ্রীকৃষ্ণপুর উচ্চ বিদ্যালয়ে আজ ১লা ডিসেম্বর মঙ্গলবার, একটি ক্যাম্প করে মানুষের পরিষবা দেওয়া হয়।

মানুষের অভিযোগ শোনা যায়।উলুবেড়িয়া দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক মাননীয় শ্রী পুলক রায় মহাশয় বলেন, আমাদের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির এই ধরনের সিদ্ধান্ত এক ঐতিহাসিক সিদ্ধান্ত ।এই ধরনের প্রকল্প বা কাজ ভারতবর্ষের অন্য কোন মুখ্যমন্ত্রীকে করতে দেখা যায়নি ।জাতি ধর্ম দলমত নির্বিশেষে পশ্চিমবঙ্গের মানুষকে এই ধরনের পরিষেবা দেওয়া হচ্ছে যা স্বাধীনতার পর অন্য কোন রাজ্যে হয়নি।উলুবেড়িয়ার ১নং সমষ্টি উন্নয়ন আধিকারিক মাননীয় শ্রী নীলাদ্রি শেখর রায় এই অনুষ্টানটি পরিচালনার ক্ষেত্রে সক্রিয় ভূমিকা নেন এবং সঙ্গে তাঁর টিম ভালো কাজ করেন।

হাওড়া জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি তথা বর্তমান জেলা পরিষদের সদস্যা করভী ধূল এবং অন্যতম সদস্যা রিতুপরনা কর “দুয়ারে দুয়ারে সরকার “এই অনুষ্টানে সর্বক্ষণ উপস্থিত ছিলেন, এবং প্রত্যেক কর্মীদের কাজের বিবরন ভালোভাবে বুঝিয়ে দিয়েছেন ।অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সুলতানা বেগম মহাশয়া, উলুবেড়িয়া ১নং পঞ্চায়েত সমিতির সভাপতি, ফারুক মল্লিক মহাশয়, ১নং পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাদক্ষ,দুলাল চন্দ্র কর মহাশয়, বিশিষ্ট শিক্ষাবিদ, সেখ রেজাউল হক মোল্লা মহাশয় চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান, সহদেব রুইদাস মহাশয়, চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতের উপ-প্রধান এছাড়াও উলুবেড়িয়া দক্ষিণ কেন্দ্রের ১৩টি গ্রাম পঞ্চায়েতের প্রধান,উপ-প্রধান সহ সকল স্তরের সরকারি আধিকারিকগণ।