পদ্মভূষণ– জাতীয় সম্মান দৃঢ়তার সঙ্গে উপেক্ষা করলেন সাধারণ জীবনে বিশ্বাসী‌ সুপরিচিত মানুষ বুদ্ধদেব ভট্টাচার্য

উপেক্ষা
তমাল সাহা

হয়েছে অনেক ভুষণ-টুষণ!
আমি তো জানি এসবই রাষ্ট্রীয় দূষণ।
ক্ষমতার বিনয় দেখানোর কারিগরি
আমি কি এমন এই দুনিয়ায়
মানুষের কাছেই থাকুক আমার বসত-বাড়ি।

পদ্ম তার সঙ্গে ভূষণ–
এতো বিশাল ভারী!
আমি কি বহন করতে পারি?

এতো ভয়ানক ব্যাপার!
এই বেশ ভালো আছি
ধর্ম-জাতপাতের বাজারে
খুবই চমৎকার।

আপনাদের নমস্কার!

পদ্মশ্রী– জাতীয় সম্মাননা প্রত্যাখ্যান করলেন ‘বাংলার মেয়ে’ গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়-

৭৩-তম প্রজাতন্ত্র দিবসে ঐতিহাসিক প্রত্যাখ্যান!

প্রত্যাখ্যান
তমাল সাহা

আজ পঁচিশে জানুয়ারি
কাল আমাদের প্রিয় প্রজাতন্ত্র দিবস–
ছাব্বিশে জানুয়ারি।
আজ আমন্ত্রণ করলেই কি
কাল যেতে পারি তোমার বাড়ি?
নেতাজির দেশের প্রজন্ম আমি
এ মাটি বীরাঙ্গনাদের মাটি
আমি কি এতোই উচ্ছিষ্ট নারী!

এই বুড়ো বয়সেও
আমি দেখতে নই বিশ্রী
চিন্তনে মননেও সুশ্রী।
প্রত্যাখ্যান করি তোমার ওই পদ্মশ্রী!

জনপুরস্কার তো কবেই পেয়ে গেছি ‘গীতশ্রী’!!