অবতক খবর, ৮ আগষ্টঃ- ২২ শে শ্রাবণ কবি প্রয়াণের উপাসনায় বসে বিতর্কিত মন্তব্য বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী।

তিনি বলেন, “ডেমক্রেসি বলতে আমার বোজাই বাই দা পিপল, ফর দ্যা পিপল, অফ দ্যা পিপল। কিন্তু, আজকের পশ্চিমবঙ্গে কথা উল্লেখ করি। ভোটে জিতে জনগণের টাকা নিজের মত করে নেব৷ অনেক সময় কি হয় এই নেওয়ার যে প্রচেষ্টা তাতে বদহজম হয়ে যায়। এই বদহজমের প্রকাশ আপনারা আজকের পশ্চিমবঙ্গে দেখছেন।”

অর্থাৎ এসএসসি দূর্নীতি নিয়ে পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়ের গ্রেপ্তারি, টাকা, গয়না উদ্ধার সংক্রান্ত বিষয় নিয়ে কটাক্ষ করেন বিশ্বভারতীর উপাচার্য।

তিনি আরও বলেন, “অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা হল রাজনীতি। আমি যখন মন্দিরে বসে এই কথাগুলো বলি আমি কিন্তু রাজনীতি করি।”

কবি প্রয়াণে উপাসনা গৃহে বসে উপাচার্যের এহেন বক্তব্যে বিতর্ক তৈরি হয়েছে৷ নিন্দার ঝড় উঠেছে স্যোসাল নেটওয়ার্ক সাইটগুলিতে।