উন্নয়নের পথে ১১ বছরে নববারাকপুরে মুখ্যমন্ত্রীর প্রকল্পের নাগরিক পরিষেবা প্রদান

অবতক খবর,৯ ফেব্রুয়ারি,নববারাকপুর: রাজ্যজুড়ে জেলার উন্নয়ন অব্যাহত মাননীয় মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে বৃহস্পতিবার দুপুরে হাওড়া জেলার পাঁচলা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ১১ বছর উন্নয়নের পথে অনুষ্ঠানের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ১৫ টি জেলায় একগুচ্ছ প্রকল্প উদ্বোধন ও পরিষেবা প্রদান করেন ।

মুখ্যমন্ত্রীর এই ঘোষণার

সঙ্গে জেলার বিভিন্ন পুরসভার পাশাপাশি নববারাকপুর পুরসভার বিভিন্ন প্রকল্পের জন্য দুয়ারে সরকারের শিবিরে মানুষজনেরা স্বাস্থ্য সাথী, সবুজসাথী, স্টুডেন্ট ক্রেডিট কার্ড,জমির পাট্টা , নতুন বিদ্যুৎ সংযোগ , খাদ্য সাথী, সহ বিভিন্ন প্রকল্পের জন্য আবেদন করেছিলেন সেইসব উপভোক্তাদের বৃহস্পতিবার কৃষ্টি অডিটোরিয়ামে উপস্থিত হয়ে সেই সব উপভোক্তদের হাতে মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা বার্তা সহ মোট ৩৪৭ জন কে উপভোক্তাকে জমির পাট্টার দলিল প্রদান,স্টুডেন্ট ক্রেডিট কার্ড,খাদ্যসাথী, সবুজসাথী, সামাজিক সুরক্ষা যোজনা, জাতিগত শংসাপত্র, বিদ্যুৎ সংযোগ সহ বিভিন্ন প্রকল্পের কাগজপত্র নাগরিক পরিষেবা প্রদান করা হয়। উপস্থিত ছিলেন পুরসভার পুরপ্রধান প্রবীর সাহা, উপপুরপ্রধান স্বপ্না বিশ্বাস, কার্যনির্বাহী আধিকারিক মাসুদুল মোল্লা, ব্যারাকপুর মহকুমার ডেপুটি ম্যাজিস্ট্রেট বিশ্বনাথ চক্রবর্তী সহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর গন, পুরসভার হেডক্লার্ক সজল নন্দী মজুমদার সহ বিভিন্ন দপ্তরের আধিকারিক রা।বিভিন্ন বিদ্যালয়ের পড়ুয়া থেকে ওয়ার্ডের নাগরিকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো এদিন।