অবতক খবর,২৯ নভেম্বর: রাজ্যের মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় বাংলা জুড়ে উন্নয়নের জোয়ার চলছে স্বর্বস্তরে।সেই মতাবেক ১০০ দিনের কাজের মধ্য দিয়ে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির উদ্যোগে বরুনা গ্রাম পঞ্চায়েতের অধিনে ঢালাই রাস্তার কাজের সূচনা হল।এদিন ফিতা কেটে ঢালাই রাস্তার কাজের সূচনা করেন কালিয়াগঞ্জের বিধায়ক সৌমেণ রায়, এছাড়াও উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি দীপা সরকার,জেলা পরিষদের কো মেন্টর অসীম ঘোষ, জেলা পরিষদের সদস্য দধীমোহন দেবসর্মা,নিতাই বৈশ্য সহ অন্যান্যরা।

এই রাস্তার কাজের সূচনা হওয়ায় দীর্ঘ দিনের মানুষেরা সমস্যার সমাধান হলো যেমন পাশাপাশি ১০০ দিনের কাজের মধ্য দিয়ে কাজ পেলো শ্রমিকেরা। এই ঢালাই রাস্তা চন্ডিপুর প্রাথমিক বিদ্যালয় থেজে চাইপাড়া পর্যন্ত দেড় কিলোমিটার ঢালাই রাস্তার কাজের জন্য প্রায় ৪১ লক্ষ্য টাকা বরাদ্দ করা হয়েছে।দীর্ঘদিন বাদে রাস্তার কাজ শুরু হওয়ায় খুশি গ্রামের মানুষেরা।