উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের কুনোর হাটপাড়া গ্রামে জমির ধান খেতে গিয়ে ষাঁড়ের মৃত্যুর ঘটনায় ক্ষোভ

অবতক খবর,২০ মার্চঃ উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের কুনোর হাটপাড়া গ্রামে জমির ধান খেতে গিয়ে ষাঁড়ের মৃত্যুর ঘটনায় ক্ষোভ ছড়ালো এলাকায়। গজেন প্রামানিক নামে এক কৃষকের জমিতে সোমবার সকালে ষাঁড়ের মৃতদেহ উদ্ধার হয়। গ্রামবাসীদের অভিযোগ, ধান বাঁচাতে নিজের জমির সীমানায় বিদ্যুৎ তাঁরের বেড়া দিয়েছিল গজেন প্রামানিক। সেই বিদ্যুৎতের ছোবলেই ষাঁড়ের মৃত্যু হয়েছে। গ্রামবাসীদের তোলা অভিযোগ ভিত্তিহীন বলে দাবি গজেনের পুত্র পেশায় সিভিক গৌতম প্রামানিকের। এদিন ঘটনাস্থলে উপস্থিত গৌতম বলেন, সকালে ষাঁড়ের মৃত্যুর খবর শুনে জমিতে এসেছি।

ফসল রক্ষার জন্য রবিবার তাদের জমিতে সার ও কীটনাশক প্রয়োগ করা হয়েছিল। সেই সার ও বিষ থেকেই ষাঁড়ের মৃত্যু হয়েছে বলে অনুমান গৌতমের। অপরদিকে, নীরেন্দ্রনাথ মাহাতো ক্ষোভ প্রকাশ করে বলেন, আমাদের অনুমান বিদ্যুৎতের শক খেয়ে ষাঁড়ের মৃত্যু হয়েছে। গতকাল দেখেছিলাম জমিতে তাঁরের বেড়া ছিল। আজ সকালে দেখছি সেই বেড়া নেই। তাই মনে হচ্ছে, এই তাঁরের বেড়ায় কারেন্ট দেওয়া ছিল। সেই কারেন্ট খেয়ে ষাঁড় মরে গেছে। বিষ না কারেন্ট, কি কারণে ষাঁড়ের মৃত্যু হয় তা তদন্ত করে দেখুক প্রশাসন এটাই আমাদের দাবি।