কালিয়াগঞ্জ পুরসভার মনিবাগ পাড়ার ছাত্র দেখিয়ে দিলেন অদম্য মনবোল ও ইচ্ছাশক্তির বলে শত বাধা দূরে ফেলে জীবন যে গড়ে তোলা যায়

অবতক খবর,সংবাদদাতা,উত্তর দিনাজপুর,৪ঠা জুন :: অদম্য মনবোল ও ইচ্ছাশক্তির বলে শত বাধা দূরে ফেলে জীবন যে গড়ে তোলা যায়, তা মাধ্যমিকে ফল প্রকাশের পরে বুঝিয়ে দিয়েছে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ পুরসভার মনিবাগ পাড়ার বিশেষ চাহিদা সম্পন্ন ছাত্র অভিজিৎ সাহা।

এবারে মাধ্যমিক পরীক্ষায় ৩২১ নাম্বার পেয়ে পাশ করেছে পার্বতী সুন্দরী উচ্চ বিদ্যালয়ের ছাত্র অভিজিৎ সাহা। তার হাতের আঙ্গুলগুলি প্রায় অকেজো থাকায় রাইটার নিয়ে পরীক্ষায় বসেছিলো অভিজিৎ। অভিজিৎ সাহার বাবা তপণ সাহা লটারি বিক্রেতা। মা সোনালী সাহা বাড়িতে সেলাইয়ের কাজ করেন।

হাজারো সমস্যার মধ্যেও অভিজিৎ- এর পড়ার ইচ্ছা এবং তার মনের জোরে মাধ্যমিক পাশ করেছে এবং আগামীতে শিক্ষক হবার হচ্ছা। অভিজিৎ- এর মা সোনালী সাহা বলেন, ছোট বেলায় জন্ডিসে আক্রান্ত হয় অভিজিৎ, এরপর থেকে শরীরে নানান সমস্যা দেখা দেয় একে একে। নষ্ট হয়ে যায় শ্রবন শক্তি,আড়ষ্ট হয়ে পড়ে হাত ও পা। আজও স্বভাবিক ভাবে হাটতে পারেনা অভিজিৎ।