অবতক খবর,সংবাদদাতা,উত্তর দিনাজপুর,১৯ই মে:: উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর শহরে অবস্থিত নেতাজি সুভাষ মঞ্চের অবস্থা এখন প্রায় ভগ্নপ্রায় দশা। দীর্ঘদিন এই নেতাজি সুভাষচন্দ্র মঞ্চে চলেছে একাধিক নাটক সাংস্কৃতিক অনুষ্ঠান, বিচিত্রানুষ্ঠান সহ বহিরাগত অনেক নামিদামি শিল্পীরা এই নেতাজি সুভাষ মঞ্চে অনুষ্ঠান করেছেন কিন্তু এই মঞ্চের আজ ভগ্নপ্রায় দশা চারিদিকে জঙ্গল। ইসলামপুরে প্রবীণ নাট্যব্যক্তিত্ব ও সাংস্কৃতিক চর্চার সঙ্গে যুক্ত শম্ভু মজুমদার জানান, ইসলামপুর পৌরসভার পৌরপিতা কানাইলাল আগরওয়াল এটিকে নিয়ে তৎপর হয়েছেন এবং খুব তাড়াতাড়ি সংস্কার হবে বলে তারা আশা করছেন।

তিনি বলেন, এই নেতাজি সুভাষ মঞ্চের সঙ্গে অনেক স্মৃতি বিজড়িত রয়েছে, অনেক নাটক, অনেক সংস্কৃতিক অনুষ্ঠান মঞ্চস্থ করা হয়েছে। নেতাজি সুভাষচন্দ্র মঞ্চ তাড়াতাড়ি ঠিক হোক এবং পুনরায় আবার নতুন করে সেখানে সাংস্কৃতিক চর্চা শুরু করে, একাধিক নাটক অনুষ্ঠান যাতে করতে পারি, এই আশা রাখছি। অপরদিকে ইসলামপুর পৌরসভার পৌরপিতা কানাইলাল আগরওয়াল বলেন, কলকাতা থেকে টিম নিয়ে এসে ডিপিআর করার, কাজ করা হয়েছে। এরপর এই কাজের সঙ্গেই লেগে আছি যত তাড়াতাড়ি সম্ভব কাজটি হয়ে যাবে। তিনি বলেন, ভগ্নপ্রায় দশা হয়ে পড়ে রয়েছে যত দ্রুত সম্ভব ঠিক করা হবে।