অবতক খবর,১৫ নভেম্বর,বিরাটি: ১৫ নভেম্বর ভারতের রাঁচি অঞ্চলের একজন মুন্ডা আদিবাসী যিনি তৎকালীন ব্রিটিশ শাসকদের অত্যাচারে-অবিচারের ক্ষুব্ধ হয়ে আদিবাসী মুন্ডাদের সংগঠিত করে মুন্ডা বিদ্রোহের সূচনা করেন এবং সমাজ সংস্কারক বিরসা মুন্ডা (বিরসা ভগবান) এর জন্মজয়ন্তী অনুষ্ঠানটি উদযাপিত হোলো মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত উওর দমদম পৌরসভার অন্তর্গত ১৬ নম্বর ওয়ার্ডে কাদিহাটি বাংলার দূগ্গা সংগঠনের আয়োজনে পালন করা হলো বিরসা মুন্ডার জন্মজয়ন্তী।উপস্থিত ছিলেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।বীরসা মুন্ডার প্রতিচ্ছবিতে মালা ও ফুল দিয়ে এবং প্রদীপ প্রজ্বলন করে শ্রদ্ধা জানান মন্ত্রী সহ নববারাকপুর এবং উত্তর দমদম পুরসভার পুরপ্রধান ।আদিবাসীদের সংবর্ধনা দেওয়া হয়।মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন বাংলার দুগ্গা সংগঠনের উদ্যোগে যথাযথ মর্যাদার সাথে উত্তর দমদম কাদিহাটি আদিবাসী পাড়ায় পালন করা হল বীরসা মুন্ডার জন্মজয়ন্তী। এলাকায় ২৪ জন আদিবাসী দের প্রীতি উপহার তুলে দেওয়া হল। সাংস্কৃতিক অনুষ্ঠানে দৃষ্টি নন্দন ঝুমুর আদিবাসী নৃত্য পরিবেশন করলেন তারা। মন্ত্রী আদিবাসী মহিলা দের সাথে নাচে কোমর দোলালেন। মহতী অনুষ্ঠানে অন্যান্য দের মধ্যে হাজির ছিলেন নববারাকপুর পুরসভার পুরপ্রধান প্রবীর সাহা। উত্তর দমদম পুরসভার পুরপ্রধান বিধান বিশ্বাস।উপপুরপ্রধান লোপামুদ্রা দত্ত চৌধুরী,স্হানীয় পুর প্রতিনিধি অশোক কুমার বিশ্বাস, নববারাকপুর পুরসভার ১৯ নং ওয়ার্ডের পুর প্রতিনিধি মনোজ কুমার সরকার, ১২নং ওয়ার্ডের পুর প্রতিনিধি সুদীপ ঘোষ সহ উত্তর দমদম এবং নববারাকপুর পুরসভার বিভিন্ন ওয়ার্ডের পৌর প্রতিনিধি সহ বিশিষ্ট জনেরা উপস্থিতি ছিলেন এই বিরসা মুন্ডার জন্মজয়ন্তী অনুষ্ঠানে।