উত্তর কলকাতায় আয়োজিত হচ্ছে প্রকৃতি মেলা।

অবতক খবর, কলকাতা: উত্তর কলকাতা পরিবেশ ও বাস্তুতন্ত্র ভাবনা ও ভবিষ্যৎ আয়োজিত প্রকৃতি মেলা খুবই সাড়ম্বরে পালিত হচ্ছে। সরকার বাগান ফ্রেন্ড সার্কেল পরিচালিত প্রকৃতি ও বিজ্ঞান মেলা ২০২০। উত্তর কলকাতার এই মেলার মাধ্যমে প্রচুর সাধারণ মানুষের কাছে পরিবেশ রক্ষার বিভিন্ন দিক গুলি নিয়ে পারস্পরিক আলোচনার মাধ্যমে, পরিবেশ সচেতনতা জাগিয়ে তোলার একটি অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল। যার মধ্যে বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন তাদের উল্লেখযোগ্য নাম গুলি হল ড: শান্তনু সেন, ড: স্বাতী নন্দী চক্রবর্তী, সৌমেন্দ্র রায়চৌধুরী ঘোষ ছাড়াও অনেক বিখ্যাত পরিবেশবিদগনরা। তার সাথে সাথে একটি সুন্দর মেলার আয়োজন করা হয়েছিল। যার মধ্যে পরিবেশবান্ধব জিনিসের ওপর ছবি ও হাতের কাজের প্রদর্শনী  থেকে শুরু করে সুন্দর ফুলের গাছের প্রদর্শনী, এমনকি পাখির প্রদর্শনী ও বাংলার ঐতিহ্যময় খাদ্য মেলা।  সেই খাদ্য মেলায় পুলি পিঠে থেকে শুরু করে ফুচকা কোন কিছুই বাদ যায়নি এমনকি নতুনত্ব চায়ের স্টল দেখা যায়। এই মেলায় শুধু উত্তর কলকাতা নয় দক্ষিণ কলকাতা থেকে এমনকি মফস্বল থেকেও মানুষ এসে এই মেলা উপভোগ করছেন।