উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে আবহাওয়ার কোন পরিবর্তন থাকছে না

অবতক খবর,২৫ মেঃ আজ এবং আগামী কাল উত্তর বঙ্গ ও দক্ষিণবঙ্গে আবহাওয়ার কোন পরিবর্তন থাকছে না। পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম বর্ধমান এই সকল জেলায় সতর্কতা জারি করা হয়েছে। 27 তারিখ পর্যন্ত উত্তরবঙ্গের আবহাওয়ার কোন পরিবর্তন নেই তবে দক্ষিণবঙ্গে ২৭ তারিখ থেকে আবহাওয়ার পরিবর্তন রয়েছে।

24 ঘণ্টার মধ্যে উত্তর বঙ্গে (দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি,কুচবিহার, আলিপুরদুয়ার) ভারী বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 48 ঘন্টা মধ্যে কুচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়িতে বৃষ্টির সম্ভাবনা। কলকাতার ক্ষেত্রে আজকেও সন্ধ্যের পরে ঝড়ো হাওয়া সহ বজ্রবিদ্যুৎপাত ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং 3 দিন পর থেকে তাপমাত্রা বাড়বে বলে খবর আবহাওয়া অফিস সূত্রে। আন্দামানের কিছু অংশে বর্ষা প্রবেশ করেছে। কেরোলে পহেলা জুনের পরিবর্তে 4 ঠা জুন বর্ষা ঢোকার সম্ভাবনা রয়েছে।