অবতক খবর,২২ মার্চঃ উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের পক্ষ থেকে উত্তরবঙ্গে জেলা গুলিতে যেসব উন্নয়ন মূলক কাজ হচ্ছে।তা খতিয়ে দেখতে উত্তরবঙ্গের জেলা গুলিতে গিয়ে জেলা প্রশাসনের সাথে রিভিউ মিটিং করছেন রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের মন্ত্রী উদয়ন গুহ।দুই দিনাজপুর সহ মালদা জেলার কাজ খতিয়ে দেখতে দুই দিনের সফরে এসে উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ।বৃহস্পতিবার উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের কর্নজোড়ায় জেলা প্রশাসনের দফতরে জেলা প্রশাসনের আধিকারিক দের উপস্থিতিতে জেলার উন্নয়ন মূলক কাজের অগ্রগতি নিয়ে রিভিউ মিটং করেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুন।

এছাড়াও এদিনের প্রশাসনিক সভায় উপস্থিত ছিলেন রাজ্যের দুই মন্ত্রী গোলাম রব্বানী ও সাবিনা ইয়াসমীন,জেলা শাসক অরবিন্দ কুমার মীনা, জেলা পরিষদের সভাধিপতি কবিতা বর্মণ সহ জেলার বিধায়ক ও প্রশাসনিক আধিকারিকেরা।এদিন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ বলেন উত্তরবঙ্গের জেলা গুলিতে তিনি ঘরে দেখছেন উত্তরবঙ্গ উন্নয়ন দফতর থেকে যেসব কাজ হচ্ছে তার অগ্রগতি। ইতিমাধ্যেই ২০১১ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত ৪০০ কোটি টাকার কাজ হয়েছে। তিন দুই দিনে দুই দিনাজপুর সহ মালদা জেলার কাজের অগ্রগতি খতিয়ে দেখেন তিন জেলার মধ্যে কাজের অগ্রগতির দিখ থেকে উত্তর দিনাজপুর জেলা এগিয়ে রয়েছে।এই জেলার ১০ শতাংশের মতো কাজ বাকি রয়েছে। যাতে বাকি কাজ গুলি দ্রুত সম্পন্ন করা হয় তার নির্দেশ দেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ।