অবতক খবর :: শিলিগুড়ি ::    উত্তরবঙ্গে করোনা সংক্রমন ভয়ংকর রুপ নিচ্ছে। গতকাল রাত পযর্ন্ত মোট ষাট জনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। গতকাল গভীর রাত পর্যন্ত মোট ত্রিশ জনকে কোয়ারেনটাইন করা হয়েছে। শিলিগুড়ি পুরনিগমের ছেচল্লিশ নং ওয়ার্ডের বাসিন্দার ছাড়াও খড়িবিড়িতে তিনজনের শরীরে করোনার সংক্রমন পাওয়া গেছে,জলপাইগুড়ির নাগরাকাটায় এক পরিযায়ী শ্রমীকের শরীরে করোনার জীবানু পাওয়া গেছে।

সাস্থ্য দপ্তরের সুত্রে খবর দিল্লী ফেরত ওই ব্যক্তি বর্তমানে কোয়ারেনটাইনে রয়েছেন।এদিকে কাওয়াখালি থেকে আসা এক মহিলার গতকাল মৃত্যু হয়েছে যদিও তার রিপোর্ট এখনো আসে নি।কোভিড 19নিয়ে উত্তরবঙ্গের অফিসার অন ডিউটি জানান সুলকাপাড়া গ্রামীন হাসপাতাল থেকে এক ব্যক্তির নমুনা পজিটিভ এসেছে। এদিকে গতকালই শিলিগুড়ির মোট ৬৪ জনের নমুনা নেগেটিভ এসেছে।