অবতক খবর, সংবাদদাতা :: উত্তরবঙ্গে ঝোড়ো হওয়ার সঙ্গে মাঝারি বৃষ্টি । দক্ষিণবঙ্গে যখন ইয়াসের ল্যান্ড ফলে সমস্ত নদী ও সমুদ্র দীঘা উথালপাথাল অবস্থা রীতিমতো ভয়াবহ রূপ এই পরিস্থিতিতে উত্তরবঙ্গের ছিল সর্তকতা ব্লকে ব্লকে খোলা হয়েছিল কন্ট্রোল রুম। এই মুহূর্তে কেটে গিয়েছে ভয়ঙ্কর পরিস্থিতি। স্বাভাবিক হয়েছে কলকাতার জনজীবন। তবুও মুখ্যমন্ত্রী বাড়ি থেকে বেরোতে মানা করেছেন কলকাতা বাসীকে।

উত্তরবঙ্গে ঠিক সন্ধ্যার আগ মুহূর্তে ঝোড়ো হাওয়ায় সঙ্গে শুরু হয়েছে মাঝারি বৃষ্টি। একদিকে লকডাউন অন্যদিকে ইয়াসের ভয়াবহ সমুদ্রের জল স্তর বৃদ্ধি পেয়ে দক্ষিণবঙ্গে গ্রাম প্লাবিত হওয়ার দৃশ্য দেখছে টিভিতে উত্তরবঙ্গের মানুষ।  আচমকাই উত্তরবঙ্গে ঝড়ো হাওয়ায় জনজীবন থমকে। সমস্ত মানুষের এখন আশ্রয় বাড়িতে। গ্রামের কিছু জায়গায় অনেকের বাড়ির সামনে ভেঙেছে গাছ। এখনো চলছে মাঝারী বৃষ্টি।