হক জাফর ইমাম :: অবতক খবর :: ১৩নভেম্বর :: মালদহ ::   উত্তরবঙ্গকে আলাদা রাজ্য করার দাবিতে সরব হল উত্তরবঙ্গ জনমুক্তি মোর্চা। সোমবার উত্তরবঙ্গ জনমুক্তি মোর্চার মালদা শাখার পক্ষ থেকে ডেপুটেশন দেওয়া হয় জেলাশাসাকের কাছে।

এদিন ৫ দফার দাবি নিয়ে তারা হাজির হয়। উত্তরবঙ্গ বিভিন্নভাবে প্রতারিত হচ্ছে। রাজ্য ও কেন্দ্রীয় সরকারের ৭২ বছর ধরে আর্থিক, সামাজিক, শোষন নীতি-‌সহ বৈমাত্রিক সুলভ আচরণের ফলে উত্তরবঙ্গের মানুষ অনেকটাই পিছিয়ে।

সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক উত্তম নন্দী বলেন,‘‌আমাদের উত্তরবঙ্গের মানুষ আর বঞ্চনা মেনে নেব না। আমাদের এখানে ভারী শিল্প চাই, রেলের কারখানা থেকে যাবতীয় সুযোগ সুবিধে চাই আমরা। পাশাপাশি পাচারের ব্যাপারে উত্তরবঙ্গকে যে করিডর করা হয়েছে, তা বন্ধ করতে হবে।’‌