অবতক খবর,২৪ জানুয়ারি : গত ১৩ই জানুয়ারি উত্তরপ্রদেশের বারানসি থেকে যাত্রা শুরু করে গঙ্গাবিলাস নামক জলযানটি। ১৩ই জানুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উদ্বোধন করেন গঙ্গাবিলাস জাহাজটির। ৬২ মিটার লম্বা এবং ১২ মিটার চওড়া বিলাসবহুল এই জাহাজ বারাণসী থেকে যাত্রা পথ শুরু করে মুঙ্গের, মুর্শিদাবাদ, কলকাতা, বরিশাল, ঢাকা, গুহাটি হয়ে ডিব্রুগড়ে যাত্রাপথ শেষ করবে। ৩২০০ কিলোমিটার জলপথ ৫১ দিনে অতিক্রম করবে এই জাহাজটি, মোট ৫০টি পর্যটন স্থল ঘোরানো হবে পর্যটকদের।

মোট ২৭টি নদী পেরিয়ে জাহাজটি পৌঁছাবে নিজের গন্তব্যে। তিন তলা জাহাজটি সাজানোর জন্য খরচ হয়েছে ৬৮ কোটি টাকা। জাহাজটিতে রয়েছে তিনটি ডেক ও সূর্যোদয়-সূর্যাস্ত দেখার সান ডেক, রয়েছে ১৮টি সুইট, স্পা, লাউঞ্জ, রেস্তোরা, লাইব্রেরী এবং জিম। গঙ্গা বিলাস নামের এই জাহাজটিতে প্রতি দিনের জন্য খরচ ৫০ হাজার টাকা। ১১তম দিনে সোমবার দুপুরে সেই জাহাজ এসে পৌঁছালো মুর্শিদাবাদ শহরে। এদিন লালবাগ নিউ প্যালেস জেটিঘাটে এসে পৌঁছায় এই জলযানটি। সেখানে ৩৪ জন পর্যটককে নিয়ে মুর্শিদাবাদ শহর ভ্রমণ করানো হয়।