অবতক খবর,৯নভেম্বর : হকের চাকরির দাবিতে আগেও পথে নেমেছেন ২০১৪-র টেট উত্তীর্ণ প্রার্থীরা। এবার ফের রাস্তায় নামলেন তাঁরা। বিক্ষোভ শুরু হওয়ার পরই ধরপাকড় শুরু করে পুলিশ। সকাল থেকেই টেট প্রার্থীদের বিক্ষোভ আটকাতে সবরকমের প্রস্তুতি নিয়েছিল পুলিশ। আর বেলা বাড়তেই বদলে গেল কলকাতার রাজপথের ছবি। সরাসরি নিয়োগের দাবিতে বুধবার পথে নামেছেন শয়ে শয়ে টেট উত্তীর্ণ প্রার্থীরা। আর তারপরই কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় ধর্মতলা, এক্সাইড চত্বর। পুলিশ ধরপাকড় করতে গেলে বাধা দেয় আন্দোলনকারীরা। পরিস্থিতি কার্যত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। ধস্তাধস্তিতে মাথা ফেটে যায় এক চাকরি প্রার্থীর। একাধিক চাকরিপ্রার্থীকে আটক করেছে পুলিশ। আটক চাকরি প্রার্থীদের তুলে নিয়ে যেতে প্রিজন ভ্যান আনে পুলিশ। কিন্তু সেই গাড়ির চাকার কাছে শুয়ে পড়ে বিক্ষোভ দেখান আন্দোলনকারীরা।২০১৪-র চাকরিপ্রার্থীদের মূল দাবি, তাঁরা টেট পাশ করেছেন আগেই, তাই তাঁদের এবার সরাসরি নিয়োগ করতে হবে। সেই দাবিতে পর্ষদের অফিসের সামনে আগেও বিক্ষোভ দেখিয়েছেন তাঁরা। তবে পর্ষদ অবস্থানে অনড়।