অবতক খবর,১১ জুন: গতকালই রাজ্যে প্রকাশিত হয়েছে উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল। আর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অকৃতকার্য হওয়ার কারণে বেলঘড়িয়া নিমতা অঞ্চলের একাধিক ছাত্রছাত্রীরা এমবি রোডের বেলঘড়িয়া ব্রিজের সামনে পথ অবরোধে সামিল হোন। দীর্ঘক্ষন ধরে চলছে এই পথ অবরোধ।

ছাত্র-ছাত্রীদের অভিযোগ দু’বছর অনলাইন ক্লাস করে অফলাইনে পরীক্ষা নেওয়ার জন্যই তারা পরীক্ষায় অকৃতকার্য হয়েছে যার জন্য দায়ী করা হচ্ছে রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে। ছাত্র-ছাত্রীদের পথ অবরোধের ফলে কার্যত স্তব্ধ হয়ে গেছে এমবি রোড। ঘটনাস্থলে পৌঁছেছেন বেলঘড়িয়া থানার পুলিশ। অবরোধ তোলার জন্য পুলিশ আধিকারিকরা ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলছেন।