অবতক খবর,১৪ জুন: রাজ্যজুড়ে বিভিন্ন জায়গায় স্কুলের সামনে চলছে উচ্চমাধ্যমিকে অকৃতকার্য পড়ুয়াদের বিক্ষোভ। তাদের দাবি অবিলম্বে তাদের পরীক্ষায় পাশ করাতে হবে। এরমধ্যে নতুন সংযোজন ভাটপাড়ায় সেন্টাল হিন্দু গার্লস হাই স্কুল। উচ্চমাধ্যমিকে অকৃতকার্য পড়ুয়ারা বিক্ষোভ দেখালো ভাটপাড়ার সেন্ট্রাল হিন্দু গার্লস হাই স্কুলের সামনে।

আজ ভাটপাড়ায় অকৃতকার্য পড়ুয়ারা আর তাদের অভিভাবকরা বিক্ষোভ দেখায় স্কুল গেটের সামনে। তাদের দাবি চার, পাঁচ নম্বরের জন্য তাদের ফেল করানো হয়েছে। যার ফলে এক বছর তাদের নষ্ট হবে। তাই স্কুল কর্তৃপক্ষের কাছে তাদের দাবি অবিলম্বে তাদের প্রাপ্ত নম্বর বাড়িয়ে পাস করিয়ে দিতে হবে।

যদিও স্কুল কর্তৃপক্ষ এই বিষয়ে তেমন গুরুত্ব দেয়নি, কারণ তাদের বক্তব্য স্কুলের হাতে যেটুকু নম্বর ছিল তা তারা সঠিকভাবে দিয়েছে। কিন্তু কাউন্সিল যে নাম্বার দিয়েছে সেটাই শিরোধার্য হিসেবে গণ্য করা হবে। যদিও সেই দাবি মানতে নারাজ পড়ুয়ারা। আজ স্কুল গেটের সামনে পড়ুয়াদের পাশাপাশি অভিভাবকরাও বিক্ষোভ দেখান।