ই কিমন তুমার পার্টি
তমাল সাহা

ই শালো কিমন পার্টি ব্যুটে!
ই পার্টি করল্যেই মাইনষ্যে
জেল খাট্যে।
উ মানুষটো কে ব্যুটে?
মাথায় লাল টোপি
চোখ দুইটে খুদে খুদে
নাইকটো চ্যাপ্টা
গায়ে মিলিটারি
পোশাক আছে
টোপিতে একটো
লাল তারা ভি
বসাইন আছে।

আরে তু উকে চিনিস লাই!
উ তো মাওসেতুং বুট্যে।

হ হ নাম শুনছি বট্যে।
উ লংমার্চ কইরেছিল না?
সদর দপ্তরে কামান দাগতে
বুইলছিল না!
গেরিলা ফৌজের কথা বুইলছিল
সাংস্কৃতিক বিপ্লবের কথা
বুইলছিল তো!

আরে, তু তো দেখছি সব জানিস!
ইবার বুইঝলি তো
ইটা মাওবাদী পার্টি–
মাইনষ্যের লিগ্যে লড়ে
আর জেল খাইট্যে মরে।
আরে, ই পার্টি কইরতে
দম লাগে, হিম্মৎ লাগে
কইলজের জোর লাগে।

ই পার্টির নেতা কমরেড মাও।
কি বুলে জানিস?
হাইরতে পারো কিন্তু লইড়ে যাও
লইড়তে লইড়তে জিতে যাও।