অবতক খবর, স্পোর্টস ডেস্ক ::  ক্লাব লাইসেন্সিংয়ের শর্তাবলী পূরণ করার জন্য ৯ নভেম্বর পর্যন্ত সময় দিয়েছে এএফসি। কিন্তু আইএসএল বা বিভিন্ন প্রতিযোগিতায় খেলার জন্য এসসি ইস্টবেঙ্গল এখনও পর্যন্ত সমস্ত কাগজপত্র জমা দিতে পারেনি। সূত্রে খবর, এই ব্যাপারে ইনভেস্টর শ্রী সিমেন্টের সঙ্গে সেইভাবে সহযোগিতা করছেন না সাবেক ক্লাব কর্তারা।

দুদিন আগে শেষ আর্থিক বছরের আয়-ব্যয়ের হিসাব শ্রী সিমেন্ট ইস্টবেঙ্গল ফাউন্ডেশনের কাছে পাঠালেও সবচেয়ে জরুরি নথিটাই এখনও পাঠায়নি ক্লাব। সেটা হল ইনডেমিনিটি বন্ড। সেপ্টেম্বর মাসের আগের সমস্ত আর্থিক দায়ভার ক্লাবের, সেটা বন্ড মারফত মান্যতা দিয়ে পাঠাতে হবে শ্রী সিমেন্ট ইস্টবেঙ্গল ফাউন্ডেশনের কাছে। এখনও তা পাঠায়নি ক্লাব।

ক্লাব লাইসেন্সিংয়ের শর্তাবলী পূরণের জন্য এই ‘ইনডেমিনিটি বন্ড’ অত্যন্ত জরুরি। এতে আগামীদিনে কোনও ঝামেলা বা বিতর্ক এড়ানো যাবে। তবে ফেডারেশন উদ্যোগী হওয়ায় ইস্টবেঙ্গল কর্তাদের উপর চাপ বাড়ে। তারপরই সমস্যা সমাধানের পথে। ফলে ৯ নভেম্বরের আগেই সমস্যা সমাধানের আলো উকি দিতে শুরু করেছে।