অবতক খবর, উত্তর দিনাজপুর: মহাপ্রভু শ্রী চৈতন্য দেব এবং কবি ঈশ্বরচন্দ্র গুপ্তের জন্মতিথি উপলক্ষে আলোচনা চক্রের পাশাপাশি সাংস্কৃতিক আবহে সাহিত্যের বৈঠকি আড্ডা অনুষ্ঠিত হয়ে গেল । রবিবার মহাপ্রভু শ্রী চৈতন্য দেব এবং যুগ সন্ধিক্ষণের কবি ঈশ্বরচন্দ্র গুপ্তের জন্মতিথি উপলক্ষে আলোচনা চক্রের পাশাপাশি সাংস্কৃতিক আবহে সাহিত্যের বৈঠকি অনুষ্ঠিত হল ইসলামপুর হাইস্কুলে। রবিবার সন্ধ্যায় এই কর্মসূচির আয়োজক ‘আজকের অনুভব’ নামে একটি সংস্থার উত্তরবঙ্গ শাখা। শাখার নব্বইতম মাসিক সাহিত্য সভা উপলক্ষে মূলত শ্রী চৈতন্যদেব ও কবি ঈশ্বর চন্দ্র গুপ্তের জন্মমাসে তাঁদের স্মরণ করা হয় বলে জানান আয়োজক সংস্থার কেন্দ্রীয় কমিটির অন্যতম কর্মকর্তা বাসুদেব রায়।

এদিন সংশ্লিষ্ট বিষয়ে আলোচনার পাশাপাশি সাহিত্য পাঠে অংশ নেন ডঃ প্রকাশ অধিকারী, ইসলামপুর মহকুমার ডেপুটি ম্যাজিস্ট্রেট অমরেশ দাস, বিহার বাঙালি সমিতির সম্পাদক আশীষ ঘোষ, বিহারের কবি ঔপন্যাসিক নিধি চৌধুরী, কবি নিশিকান্ত সিনহা সহ বিভিন্ন প্রান্তের অসংখ্য কবি সাহিত্যিক ও কলাকুশলীরা। এই অনুষ্ঠানে অন্যান্য বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন বিবেকানন্দ বর্মন, ভবেশ দাস, রঞ্জন সাহা, অর্চনা মিত্র, দ্বিজেন পোদ্দার, সর্বাশিষ কুমার পাল, অরুনেশ্বর দাস, অভিজিৎ আচার্য সহ অন্যান্যরা। এই ব্যতিক্রমী বিষয় নিয়ে এদিন আলোচনায় যে সমস্ত প্রসঙ্গ উঠে আসে তা বাংলা সাহিত্য চর্চার সঙ্গে যারা যুক্ত তারা তাতে রীতিমতন অনুপ্রাণিত হন। আজকের অনুভব উত্তরবঙ্গ শাখা শুধু দার্জিলিং জেলার শিলিগুড়ি কিংবা উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরই নয় গোটা উত্তরবঙ্গ এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত জুড়ে এলাকার সাহিত্য ও সংস্কৃতির প্রসারে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রসূন সিকদার।