অবতক খবর,১১ জানুয়ারি: ইসলামপুর ব্লকের মাটিকুন্ডা দুই গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ গ্রাম জলের তলায়। হঠাৎ করে এই জল কোথা থেকে ব তারা বুঝতে পারছেন না। ভেলাডাঙ্গি,কাশি বাড়ি মইবাড়ি সহ বিভিন্ন গ্রামের চাষীদের চাষের জমিতে জল ঢুকেছে ফসল প্রায় নষ্ট বলে তাদের ধারণা। সামনে দিয়ে বয়ে যাওয়া দোলনচা নদী হঠাৎ করে নদীর জল কেমন করে ফুঁসে উঠলো গ্রামবাসীরা বুঝতে পারছেন না।

তাদের আশঙ্কা যে নদীতে তিস্তার জল এসে মেশাতে তিস্তার জলে ফুঁসে উঠেছে নদী। এমত অবস্থায় তাদের বপন করা শস্য যেমন আলু, ধান, ভুট্টা, সরিষা সহ একাধিক ফসল বর্তমানে জলের তলায়।চাষীদের দাবি তারা বিভিন্ন জায়গা থেকে লোন নিয়েছেন নিয়ে তারা এই ফসল ফলিয়েছেন। কারো দাবি দেড় মাসের মধ্যে আলুর ফলন হয়ে যাওয়ার পর তার মেয়ের বিয়ের দিতেন। কিছু চাষীর দাবি তাদের সমস্ত ফসল জলের তলায় চলে গেল এখন ফসলের কি হবে তারা বুঝতে পারছেন না। তারা প্রশাসনের কাছ দ্বারস্থ হবেন বলেও তারা মনে করছেন।