অবতক খবর,সংবাদদাতা,ইসলামপুর,১৪ জুলাই :: ইসলামপুর থানার বাইপাসে সামনের চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পাথর বোঝায় লরি। এই ঘটনায় লরির ভিতরে আটকে পরে চালক। স্হানীয় বাসিন্দারা ওই লরির চালককে উদ্ধার করে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় ইসলামপুর থানার পুলিশ।

স্হানীয় সূত্রে জানা গেছে, বিধান নগর থেকে কিষানগঞ্জের দিকে যাওয়ার সময় ইসলামপুর বাইপাসে একটি পাথর বোঝায় লরির সামনের চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে গার্ডওয়ালে ধাক্কা মারে লরিটি । এতে লরির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। এই ঘটনায় লরির ভিতরে আটকে পরে চালক।

খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে স্হানীয় বাসিন্দারা। প্রায় ১৫ মিনিট আটকে থাকার পর স্হানীয় বাসিন্দাদের প্রচেষ্টায় চালককে উদ্ধার করা হয়। চালকের পায়ে হালকা চোট লাগার কারণে প্রাথমিক চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। স্হানীয় বাসিন্দাদের অনুমান ওভার লোডিং এর কারণে এই দুর্ঘটনা ঘটেছে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় ইসলামপুর থানার পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।