অবতক খবর,১৮ আগস্টঃ ইসলামপুর থানার আতালডাঙ্গি গুলি কান্ডের ঘটনায় ফের ২২ জনকে গ্রেফতার করল ইসলামপুর থানার পুলিশ। এই ঘটনায় এখনও পযন্ত ২৯ জনকে গ্রেফতার করা হলো। জানা গিয়েছে বৃহস্পতিবার বিকালে ইসলামপুর থানার সুজালি এলাকায় গুলি কান্ডের ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে ২২ জনকে আটক করে। শুক্রবার দুপুরে অভিযুক্তদের মধ্যে ২১ জনকে ইসলামপুর মহকুমা আদালতে পেশ করে ইসলামপুর থানার পুলিশ। এবং একজন চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছে। ধৃতদের জিজ্ঞাসাবাদের জন্য মহকুমা আদালতের কাছে ১০ দিনের পুলিশি হেফাজতের আরজি জানিয়েছেন ইসলামপুর থানার পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।