অবতক খবর,৩ জানুয়ারি : শুক্রবার সন্তোষী পুজো উপলক্ষে ইসলামপুর শহরের বিভিন্ন রাস্তায় কলস যাত্রা হল। ইসলামপুর লাগুয়া বিহারের হোগলবাড়ি এলাকায় এই পুজো অনুষ্ঠিত হয়। দুই রাজ্যের মানুষ এই পুজোকে কেন্দ্র করে প্রতি বছর উৎসবের মেজাজে মেতে ওঠেন। এলাকার বাসিন্দাদের গভীর অস্থা জুড়ে রয়েছে এই পুজোর সঙ্গে। পুজাকে কেন্দ্র করে নানান অনুষ্ঠানের আয়োজন করেছেন পুজো উদ্যোক্তারা। এইদিন সকালকে ভক্তরা কলস মাথায় নিয়ে বিশাল শোভাযাত্রার মাধ্যমে অন্যন্য কর্মসূচির শুরু করেন। মন্দির থেকে শোভাযাত্রা শুরু হয়ে শহরের বিভিন্ন রাস্তা ঘুরে আবারো মন্দির প্রাঙ্গনে ফায়ার এসে যাত্রা শেষ করেন।

মন্দির কমিটির সভাপতি চন্দন সাহু জানান, ৫০ বছরেরও বেশি সময় ধরে এই উৎসব পালিত হয়ে আসছে। বার্ষিক উৎসব উপলক্ষে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে। এর মধ্যে অন্যতম কলস যাত্রা, পূজা অর্চনা, ভজন, কীর্তন।