HomeDISTRICTSইসলামপুরে ওভারব্রিজ নির্মাণের দাবিতে NF রেলওয়ের জিএমের কাছে স্মারকলিপি

ইসলামপুরে ওভারব্রিজ নির্মাণের দাবিতে NF রেলওয়ের জিএমের কাছে স্মারকলিপি

অবতক খবর,২৮ নভেম্বর : ইসলামপুরের আলীনগর রেলওয়ে গূমতি গেট S-277 (S-277)-এ একটি ওভারব্রিজ নির্মাণের দাবিতে আলীনগর রেলওয়ে ওভারব্রিজ ডিমান্ড কমিটির পক্ষ থেকে আলুআবাড়ি রেলওয়ে স্টেশন ম্যানেজারের মাধ্যমে NF রেলওয়ের জিএমের কাছে একটি স্মারকলিপি পাঠানো হয়েছে। সোমবার আলিনগর রেলওয়ে ওভারব্রিজ ডিমান্ড কমিটির ব্যানারে বিজেপি, তৃণমূল কংগ্রেস সহ বিভিন্ন রাজনৈতিক দলের সমর্থকরা ঐক্যবদ্ধভাবে আলিনগর রেল গূমতী থেকে মিছিল করে আলুআবাড়ি রেলওয়ে স্টেশনে পৌঁছে স্টেশনে স্মারকলিপি প্রদান করে। ম্যানেজার ও আলিনগর রেলওয়ে ওভারব্রিজ ডিমান্ড কমিটির সেক্রেটারি আব্দুল রেহমান জানান, শুধু ইসলামপুরের মানুষই নয়, পার্শ্ববর্তী রাজ বিহারের কিষাণগঞ্জ জেলার পোঠিয়া ব্লকের উদগাদা শীতলপুরের মানুষকেও এই রেলগেট দিয়ে আসা-যাওয়া করতে হয়।সাইকেল, বাইক ও বিভিন্ন ছোট বড় গাড়ি করে লক্ষাধিক মানুষ যাতায়াত করে। মোটরসাইকেল, ছোট-বড় যানবাহন, যাদের দীর্ঘক্ষণ রেলগেটে অপেক্ষা করতে হয়।তাৎক্ষণিকভাবে রেলগেট বন্ধ করে দেওয়ায় সাধারণ মানুষকে চরম সমস্যায় পড়তে হয়।ওভার ব্রিজ নির্মাণের জন্য স্টেশন ম্যানেজারের মাধ্যমে এনএফ রেলওয়ের মহাব্যবস্থাপকের কাছে স্মারকলিপি পাঠানো হয়েছে। স্মারকলিপি আলুবাড়ী স্টেশন ম্যানেজারের কাছে জমা করা হয়েছে এবং তাকে এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে অনুরোধ করা হয়েছে। স্টেশন ম্যানেজার তার পক্ষ থেকে সব ধরনের যোগাযোগের জন্য আলীনগর রেলওয়ে ওভারব্রিজ নির্মাণের আশ্বাসও দিয়েছেন। আবদুল রেহমান আরও বলেন, সব মানুষের দাবি পূরণ না হলে আগামীতে শান্তিপূর্ণ আন্দোলন করা হবে। এদিকে বিজেপির মনি মজুমদার ও স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর গুরুদাস সাহা এবং অন্যান্য ব্যক্তিরাও ওভার ব্রিজ গঠন করার দাবিতে সমর্থন করেন ও তারা বলেন রেলগেট না থাকার কারণে বিভিন্ন রকম সমস্যায় ভুগতে হচ্ছে সাধারণ মানুষকে। অন্যদিকে স্টেশন ম্যানেজার বিকে সিং জানিয়েছেন, তিনি সাবকলিপি উপরমহলে পাঠিয়ে দেবেন তাদের তরফ থেকে কোন ইঙ্গিত পাওয়া গেলে তখনই তিনি কিছু বলতে পারবেন।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments