অবতক খবর,২৮ ডিসেম্বর : আবাস যোজনা তালিকায় নাম না থাকায় গ্রামবাসীরা বিক্ষোভ দেখালেন সাহাপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে। বিক্ষোভের জেরে আজ গ্রাম পঞ্চায়েতের মূল গেটে তালা মেরে বিক্ষোভ দেখায় গ্রমবাসীরা। ঘটনাটি ঘটে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর মহকুমার গোয়ালপুকুর ব্লকের সাহাপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পাঁচরা গ্রামে। গ্রামের বাসিন্দারা পঞ্চায়েতের দুর্নীতির বিরুদ্ধে বিক্ষোভ দেখায়। এদিন গ্রামবাসীরা জানিয়েছেন, তাদের আবাস যোজনার তালিকায় নাম নেই ফলে তারা পঞ্চায়েতের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন। পরবর্তীতে তারা পঞ্চায়েত অফিসে গিয়ে তালা ঝুলিয়ে দেন। গ্রামবাসীরা আরও জানান, কেন তাদের আবাস যোজনায় নাম নেই তারা বুঝতে পারছেন না। তারা চাইছেন তাদের এই প্রকল্পের যথাপোযুক্ত প্রয়োজন থাকায় তাদের নাম যেন আবাস যোজনা প্রকল্পের তালিকাভুক্ত করা হয়। যাতে তারা তাদের মাথার ওপরের ছাদ টুকু যেনো পায়। তারা আরো বলেন, তারা বাড়ির প্রাপ্য লোক, অন্য ব্যক্তিরা যাদের প্রয়োজন নেই বললেও চলে তাও তারা বাড়ি পাচ্ছেন আর যাদের প্রয়োজন তারা পাচ্ছেন না কি কারণে? তাদের দাবি তারা যেন তাদের প্রাপ্য বাড়ি পান আবাস যোজনার মাধ্যমে। পরবর্তীতে পঞ্চায়েত প্রধানের আশ্বাস পাওয়ার পর গ্রামবাসীরা পঞ্চায়েতের মূল গেটের তালা খুলে দেন এবং বিক্ষোভ প্রত্যাহার করেন।