অবতক খবর,২৬ সেপ্টেম্বর: ইসলামপুরের সমাজসেবী সংস্থার পক্ষ থেকে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের পুজো উপলক্ষে কিছু উৎসব সামগ্রী প্রদান করা হয়। বিদ্যাসাগরের জন্ম তিথি উপলক্ষে স্বেচ্ছাসেবী সংস্থা আমরা সহমর্মী ও বিন্দাস এর পক্ষ থেকে এই বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের সাহায্যার্থে পুজোয় বস্ত্র সহ অন্যান্য সামগ্রী প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামপুর পৌরসভার পৌর প্রশাসক মানিক দত্ত ও সংস্থার সদস্য ও বিশিষ্ট কবি সাংবাদিক সুশান্ত নন্দী মহাকুমা ক্রীড়া সংস্থার সম্পাদক রাজ কুমার পাল ও বিশিষ্ঠজনেরা।

ইসলামপুর টাউন লাইব্রেরী প্রাঙ্গণে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সংস্থার সদস্য মিলি ভৌমিক জানান, আমরা সহমর্মী ও বিন্দাস এই দুইটি স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে ইসলামপুর ও গোয়ালপোখর এই দুইটি ব্লকের যে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু রয়েছে তাদেরকে পুজোর আগে কিছু নতুন বস্ত্র তুলে দেওয়ার জন্যই এই উদ্যোগ নেয়া হয়েছে। আমরা সারা বছরই নানাবিধ কাজ করে থাকি। তবে এই শিশু গুলি বছরই কোনো না কোনো অসুবিধা থাকে সেগুলো আমরা সর্ট আউট করি এবং সরকারের পক্ষ থেকে যেসব সুবিধা রয়েছে তাও তাদের ব্যবস্থা করার কাজ আমরা করে থাকি।আগামী দিনে আরো বড়ো আকারে প্রোগ্রাম করার করার তাদের ইচ্ছা রয়েছে। ইসলামপুর পৌরসভা পৌর প্রশাসক মানিক দত্ত জানান আজ এই স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্ম তিথি উপলক্ষে বিশেষ প্রোগ্রাম তারা গ্রহণ করেছে এবং নতুন বস্ত্র তুলে দেওয়া হল এই শিশুদের হাতে এতে যথেষ্ট ভালো লাগছে এবং এই সংস্থাকে আমি স্যালুট জানাই। শহরের আরো যেসব স্বেচ্ছাসেবী সংস্থা রয়েছে তারাও যদি এগিয়ে আসে তাহলে শহরের উন্নতি হবে বলে তিনি মনে করেন।