ইলেকট্রিক ঠিকা শ্রমিকদের আত্ম মর্যাদার লড়াই

অবতক খবর,২০ জানুয়ারি,নদীয়া:- নদীয়া জেলা সহ রাজ্যের সমস্ত পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বন্টন কোম্পানি লিমিটেডের কন্টাক চুয়াল ঠিকা শ্রমিকদের পক্ষ থেকে বিক্ষোভ আন্দোলন কর্মসূচি। মূলত দীর্ঘদিন ধরে তারা দাবি জানিয়ে আসছিলেন তাদের উপযুক্ত সম্মান এবং বেতন বৃদ্ধি করার দাবিতে।

রাজ্যের সমস্ত বিদ্যুৎ দপ্তরে বিক্ষোভ কর্মসূচি মূলত তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে তারা রাজ্যের শ্রমদপ্তর এ দাবি জানিয়েও কোন সুরাহা মিলেনি পরবর্তীতে বাধ্য হন হাইকোর্টের দ্বারস্থ হতে। হাইকোর্টের থেকে মামলায় তারা জয়ী হন সেখানে তাদের 90 দিনের মধ্যে রিকুটমেন্ট এবং তাদের যা দাবি দেওয়া আছে সম্মান কিছু পূরণ করতে হবে। কিন্তু অভিযোগ, কোনরকম রাজ্য সরকার কন্টাকটার ইলেকট্রিক ঠিকা কর্মীদের কোনরকম সাহায্য বা পদক্ষেপ গ্রহণ করেননি। তাদের দাবি, আদালতকে অবমাননা করেই এই ভাবে চলছে রাজ্য সরকার ।

যার ফলে এখনো পর্যন্ত কোনো রকম সুরাহা মিলেনি। তাই অবিলম্বে এই সমস্যার সমাধান করতে হবে না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথে নামবে দাবি বিক্ষোভকারীদের।