অবতক খবর,২৩ এপ্রিলঃ পৌরসভার নিয়োগ দুর্নীতিতে শুক্রবারই সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এবার পৌরসভার নিয়োগ দুর্নীতি নিয়ে ইডির রিপোর্টে উঠে এল নতুন তথ্য । যেখানে পৌরসভা নিয়োগের ক্ষেত্রে ২০০ কোটির বেশি দুর্নীতি হয়েছে বলে দাবি ইডির । রিপোর্টে ইডির দাবি, অয়ন শীল ইডির জেরায়

স্বীকার করেছেন রাজ্যের বিভিন্ন পৌরসভায় বেআইনি নিয়োগের জন্য চাকরিপ্রার্থীদের থেকে ২০০ কোটিরও বেশি টাকা নেওয়া হয়েছে ।

পৌরসভায় নিয়োগ দুর্নীতি নিয়ে ইডি যে রিপোর্ট জমা দিয়েছে আদালতে, সেখানে বেশ কিছু পৌরসভার নামও উল্লেখ করা হয়েছে । জানা গিয়েছে, ইডির নজরে রয়েছে কাঁচরাপাড়া, নিউ ব্যারাকপুর, কামারহাটি, টিটাগড়, বরানগর, হালিশহর, দক্ষিণ দমদম, দমদম, টাকি সহ একাধিক পুরসভা । বিভিন্ন পদে নিয়োগের ক্ষেত্রে দুর্নীতি হয়েছে আর তার সঙ্গে যুক্ত থাকতে পারেন রাজনৈতিক নেতারা, এমনই সন্দেহ করছেন কেন্দ্রীয় তদন্তকারীরা ।

উল্লেখ্য, ইডি সূত্রে খবর, অয়ন শীলের বাড়ি তল্লাশি চালিয়ে ডিজিটাল এভিডেন্স-সহ বেশ কিছু অপরাধমূলক নথি উদ্ধার করা হয় । সেখান থেকে উদ্ধার হয় পুরসভার নিয়োগ সংক্রান্ত নথিও । আর তাতেই ইডি আধিকারিকদের সন্দেহ, দুর্নীতির জাল অনেকটা ছড়িয়ে গিয়েছে।