অবতক খবর, হুগলীঃ ইটাচুনা খন্নান এলাকার বেশকিছু রাস্তা তৈরির জন্য নতুন ই-টেন্ডার করা হয়। যেখানে মোট টেন্ডারের ৮০ লক্ষ টাকা বরাদ্দ করা হয়। অভিযোগ, পঞ্চায়েতের বেশকিছু পরিচিত ছাড়া আর কোন কন্ট্রাক্টর এই টেন্ডার মধ্যে অংশগ্রহণ করতে পারেনি।

আজ সোমবার বিকেল তিনটের সময় কেন অন্যরা ই-টেন্ডার করতে পারছেনা সেটা জানতে এলে পঞ্চায়েত তাদের কিছু বলতে নারাজ থাকে। ফলে কন্ট্রাক্টর ও পঞ্চায়েতের প্রধানসহ ৪ জন সদস্যের সঙ্গে কথা কাটাকাটি থেকে হাতাহাতিতে জড়িয়ে পড়ে।

দুই পক্ষের এই ছবি সংগ্রহ করতে গেলে পঞ্চায়েতের ৪ সদস্য দুজন সাংবাদিককে তাদের ক্যামেরা ও মোবাইল কেড়ে নিয়ে তাদের গায়ে হাত ও তাদের হেনস্থা করে। ঘটনাস্থলে পান্ডুয়া থানার পুলিশ আছে।কন্ট্রাক্টরদের পক্ষ থেকে পান্ডুয়া থানা ও বিডিও অফিসে লিখিত অভিযোগ করেন।