অবতক খবর,২৪মে : আমফানের তান্ডবে বিদ্যুৎ এবং জলহীন হয়ে পড়েছিল কাঁচরাপাড়া শহর। সেই কারণে গত ২২শে মে বাবা ও দাদুর সঙ্গে গঙ্গায় স্নান করতে গিয়েছিল কাঁচরাপাড়া নৃপেন সরকার রোডের তরুণ রাজ পাল(১৯)। রাজ ব্যারাকপুর সুরেন্দ্রনাথ কলেজের প্রথম বর্ষের ছাত্র ছিল।

কাঁচরাপাড়া নৃপেন সরকার রোডের রেল প্লট এলাকায় প্রতিমা নির্মাণ করেন রাজের ঠাকুরদা নিখিলচন্দ্র পাল এবং তাঁর বাবা নির্মলচন্দ্র পাল ব্যবসায়ী। নির্মলচন্দ্র পালের একমাত্র সন্তান রাজ। স্থানীয় সূত্রে খবর,গঙ্গায় নামতেই পা পিছলে পড়ে যায় রাজ। ঠাকুরদা নিখিলচন্দ্র পাল তাঁকে ধরার চেষ্টাও করেন। কিন্তু ব্যর্থ হন।

সেই সময় গঙ্গায় জোয়ার থাকায় তলিয়ে যায় রাজ। তারা সাহায্যের জন্য চিৎকার করতে থাকেন। তাদের চিৎকার শুনে ছুটে আসেন স্থানীয়রা এবং তারা জলে নেমে রাজকে উদ্ধারের চেষ্টা করেন। কিন্তু শেষ রক্ষা হয়নি। অন্যদিকে ঘটনার খবর এলাকায় পৌঁছতেই শোকের ছায়া নেমে আসে। অবশেষে শুক্রবার রাতে রাজের মৃতদেহ উদ্ধার করা হয়। বাড়ির একমাত্র সন্তানকে হারিয়ে ভেঙে পড়েছে তার পরিবার। এর পাশাপাশি শোকের ছায়া নেমে এসেছে রাজের বন্ধু-বান্ধবদের মধ্যে।