অবতক খবর,২৭ সেপ্টেম্বর: ইউ পি এস সি পরীক্ষায় ১২৫ র্্যাঙ্ক পেয়ে রাজ্যের পাশাপাশি উত্তর দিনাজপুর জেলার নাম উজ্জ্বল করেছে ইসলামপুরের ছৌসিয়া এলাকার যুবক মহম্মদ মঞ্জর হুসেইন আঞ্জুম ওরফে প্রিন্স।এই কৃতি ছাত্র। ছোট বেলা থেকেই মেধাবি ছিলো। প্রথমে ইঞ্জিনিয়ারিং এর পড়াশুনা ও পড়ে ইউ পি এস সি পরীক্ষার প্রস্তুতি নেওয়া শুরু করেন প্রিন্স।সেখানে ১২৫ র্্যাঙ্কে উত্তীর্ণ হন।ইতিমধ্যে প্রিন্সের বাড়িতে গিয়ে প্রীন্সের মা নিগার সুলতানাকে সুভেচ্ছা জানিয়ে এসেছে রাজ্যের সংখ্যালঘু ও মাদ্রাসা উন্নয়ন মন্ত্রী গোলাম রব্বানী ও উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের প্রতিমন্ত্রী সাবিনা ইসমিন।রবিবার দুপুরে মহম্মদ মঞ্জর হুসেইন আঞ্জুম বিমানে করে শিলিগুড়ির বাগডোগরা বিমান নামে।সেখানে থেকে ইসলামপুরে ছৌসিয়া এলাকায় নিজের বাড়ির উদ্যেশ্যে রওনা দেন এলাকার উৎসাহী মানুষ ও পরিবারের লোকেরা তাদের কৃতি ছাত্রকে হুড খোলা গাড়িতে চাপিয়ে ব্যান্ড পার্টি বাজিয়ে বাইক র‍্যালী করে প্রিন্সকে বাড়িতে নিয়ে আসে।এতবড় অভিনন্দ পেয়ে খুশি প্রিন্স, নিজেও জানতেন না তাকে এই ভাবে বরণ করা হবে।তার বাবার ইচ্ছা ছিলো আই এস হোক তার সাথে বাবার ইচ্ছাকে বাস্তব রুপ দিতে অক্লান্ত পরিশ্রম করেছেন।তার পাশে অবিভাবক হিসাবে সব সময়ে পেয়েছেন রাজ্যের মন্ত্রী তথা গোয়ালপোখরের বিধায়ক গোলাম রব্বানীকে।আজ সকলে আশির্বাদেই এই সাফল্যতার।