ইউপিএসসি পরীক্ষায় ১২৫ র‍্যাঙ্ক করে তাক লাগালেন উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরের যুবক

অবতক খবর,২৫ সেপ্টেম্বর: ইউপিএসসি পরীক্ষায় ১২৫ র‍্যাঙ্ক করে তাক লাগালেন উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরের যুবক। এ খবর ছড়িয়ে পড়তেই খুশিতে মেতে উঠেছে শহর ইসলামপুর।ইসলামপুরের ছৌসিয়া এলাকার বাসিন্দা মহম্মদ মঞ্জর হুসেইন আঞ্জুম ওরফে প্রিন্স ছোট থেকেই কৃতী ছাত্র। প্রথমে ইঞ্জিনিয়ারিং এর পড়াশোনা ও পরে অন্য চাকরি করলেও রাজ্যের সংখ্যালঘু ও মাদ্রাসা উন্নয়ন দপ্তরের মন্ত্রী গোলাম রাব্বানীর অনুপ্রেরণায় ইউ পি এস সি পরীক্ষার প্রস্তুতি নেওয়া শুরু করেন প্রিন্স। এরপর ইউ পি এস সি পরীক্ষায় ১২৫ র‍্যাঙ্ক করে তাক লাগালেন তিনি। প্রিন্সের এই জাতীয় সাফল্যে গর্বিত সমগ্ৰ ইসলামপুরবাসী। প্রিন্স এই মুহূর্তে রাজ্যের বাইরে থাকলেও তাঁর মা ও পরিবারকে শুভেচ্ছা জানাতে বহু মানুষের ভিড় জমেছে তাঁর বাড়িতে।
এবিষয়ে প্রিন্সের মা জানান, প্রতিটি সন্তান তার বাবা-মায়ের খেয়াল রাখার পাশাপাশি পরিশ্রম করুক। মন থেকে কোন সাফল্য অর্জন করতে চাইলে তা সম্ভব হবেই। প্রতিটি বাবা-মা’ই তার সন্তানের সাফল্য চায়। প্রিন্সের এই সাফল্যে পুরো গ্রামের লোক আমাদের অনেক অভিনন্দন জানিয়েছেন।