অবতক খবর , মালদা: মালদা ইংরেজবাজার পৌরসভার ২৩ নম্বর ওয়ার্ডের একাধিক সমস্যা এবং তার সমাধান নিয়ে শুক্রবার মালদা জেলা প্রশাসনিক ভবনের সভাকক্ষে জেলাশাসক রাজষি মিত্রের উপস্থিতিতে অনুষ্ঠিত হলো এক উচ্চপর্যায়ের বৈঠক। ত্রিপাক্ষিক এই বৈঠকে জেলা প্রশাসন ইংরেজবাজার পৌরসভা এবং মালদা রেলওয়ে ডিভিশনের আধিকারিকরা উপস্থিত ছিলেন। মূলত ২৩ নম্বর ওয়ার্ডে পাইপলাইন দ্রুত শেষ করে পরিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা এবং নিকাশি ব্যবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

এই বিষয়ে চেয়ারম্যান নীহার রঞ্জন ঘোষ জানান, ওই ওয়ার্ডে একটি রাস্তা এবং পাইপলাইন রয়েছে। এর জন্য রেল কর্তৃপক্ষ তাদের কাছে প্রায় এক কোটি ৩৩ লক্ষ টাকা দাবি রেখেছিল। আমরা সেই মতো পুরসভার পক্ষ থেকে সেই টাকাও দেওয়া হয়। কিন্তু এখনো পর্যন্ত রেলের পক্ষ থেকে কোনো সহযোগিতা মিলেনি। তাই আজ জেলাশাসক এবং রেল আধিকারিক এর উপস্থিতিতে ত্রিপাক্ষিক বৈঠকে এই সমস্যা সমাধান নিয়ে আলোচনা করা হয়। বৈঠকে সিদ্ধান্ত গৃহীত হয় রেল কর্তৃপক্ষ তাদের সাহায্যের হাত বাড়িয়ে দিবে।