অবতক খবর,২৮ জুনঃ মঙ্গলবার আসানসোল স্টেডিয়ামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভার জন্য আধুনিক প্রযুক্তির মঞ্চ তৈরী করা হয়েছে। মোট ৫০ হাজার মানুষ যাতে বসতে পারে ও তাদের রোদ ও গরম না লাগে। তার জন্য তিনটি ধাতব হ্যাঙ্গার টাঙানো হয়েছে। এছাড়াও আশপাশে রয়েছে বেশ খানিকটা করে ফাঁকা জায়গা। তৃণমূলের তরফে বিভিন্ন শাখা সংগঠনের পতাকা সভাস্থল ও তার আশপাশে লাগাচ্ছেন কর্মীরা। সভায় আসা মানুষদের কথা ভেবে সভাস্থলের অদূরে করা হয়েছে ৩০ টি অস্থায়ী শৌচাগারও। পর্যাপ্ত পানীয়জলের ব্যবস্থা করা হয়েছে।