আবতক খবর, সংবাদদাতা ,আসানসোল :- শিল্পী সুশান্ত রায়ের বক্তব্য , অনেকদিন থেকে আমার একটা ইচ্ছে আসানসোলে একটা মিউসিয়াম বানাবো। সেখানেই সুশান্ত সিং রাজপুত এর মূর্তি রাখবেন। সুশান্ত সিং রাজপুতের পরিবার যদি এই মূর্তি চাই , তাহলে আমি আরেকটি বানিয়ে দেবো। অন্যদিকে সুশান্ত রায় এর কন্যা স্নেহা বলেন বাবা আমার জেদে মূর্তি বানানো পরিকল্পনা নেয়। বিগত ১লা জুলাই থেকে মূর্তি তৈরি করতে শুরু করে। ৬ সেপ্টেম্বর মূর্তি তৈরি হয়ে যায়।

এই মূর্তি তৈরী করতে লাগে মাটি মাস্টার এবং প্যারিস, ফাইবার ,  মোম থেকে নির্মিত মূর্তি নির্মাণে , ১০ কিলো মোম ব্যবহার হয়েছে। এই মূর্তি তৈরি করতে খরচ হয়েছে প্রায় দেড় লক্ষ টাকা। স্নেহা রায় আরো বলেন , এই মূর্তি নিজেই রাখবেন। উল্লেখ্য এখন পর্যন্ত তিনি ৫০ টি বিভিন্ন অভিনেত্রী , অভিনেতাদের এবং খেলোয়ার ও সাহিত্য কার নেতা ও কলাকুশলীদের মূর্তি বানিয়েছেন । সবার প্রথমে তিনি অমিতাভ বচ্চনের মূর্তি তৈরি করেন । সেই থেকে , আজও চলে আসছে তার মূর্তি বানানোর কাজ।