অবতক খবর,কলকাতা,৩০ এপ্রিল,সুমিত: তেহট্টর তৃণমূল বিধায়কের আপ্ত সহায়ককে আর্থিক দুর্নীতির অভিযোগে রাজ্য পুলিশ গ্রেপ্তার করেছে। বিষয়টি নিয়ে রাজ্যের মন্ত্রী তথা কলকাতা পৌরসভার মেয়র ফিরহাদ হাকিম জানান, মুখ্যমন্ত্রী কোন ধরনের দুর্নীতিকে প্রশ্রয় দেন না। এর জন্য তার নির্দেশে তৈরি হয়েছে একটি স্পেশাল সেল। আমরা যারা রাজনীতি করি রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছে এবং সরকারের বিভিন্ন দপ্তরে মন্ত্রি হিসাবে কাজ করছি, আমাদের প্রত্যেকের মনে রাখা উচিত, রাজ্যের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে শ্রদ্ধা করেন, ভালোবাসেন তার ওপর ভরসা করেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘ সংগ্রামী জীবন ত্যাগ তিতিক্ষা আমাদের আদর্শ। তার জন্যই আমরা নেতা মন্ত্রী হওয়ার সৌভাগ্য লাভ করেছি। তাই কোন ধরনের দুর্নীতির সঙ্গে যুক্ত হওয়া বা এমন কোন কাজ আমাদের কারোর করা উচিত নয় যার জন্য আমাদের দল ও দলনেত্রীর গায়ে কালি লাগতে পারে।

রাজ্য পরিবহণ নিগাম চাইছে যত দ্রুত সম্ভব শহর কলকাতা এমনকি রাজ্যের বিভিন্ন প্রান্তে পেট্রোল ডিজেল চালিত বাস কনভার্ট করে সি এন জি করা হবে। পাশাপাশি শহর কলকাতায় বিশেষ করে ব্যাটারি চালিত গাড়ি চালানোর লক্ষ্যে বিভিন্ন বড় বড় বাস ম্যানুফ্যাকচারিং কোম্পানি গুলি কাছে বরাদ্ দেওয়া হয়েছে। কিন্তু লিথিয়াম এর অভাবে যেহেতু হেবি ডিউটি ব্যাটারি অধিকমাত্রায় তৈরি করা সম্ভব হচ্ছে না তাই ব্যাটারী অপারেট বাস ম্যানুফ্যাকচারিং করতে সমস্যা হচ্ছে বিভিন্ন সংস্থার। টাটা সংস্থার কাছে ও রাজ্য সরকারের পক্ষ থেকে প্রায় 2 হাজার বাসের অরডার দেওয়া হয়েছে বলেও এদিন জানালেন রাজ্যের পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিম।