অবতক খবর , সংবাদদাতা ,মেদিনীপুর ::  মেদিনীপুর স্টেশনে এক আরপিএফ জবানের তৎপরতায় প্রাণ বাঁচালো এক যাত্রীর চলন্ত ট্রেনে উঠতে গিয়ে হাত ফস্কে ট্রেনের তলায় ঢুকে যাচ্ছিলেন সেই যাত্রী।ট্রেন ধাক্কা দিয়ে তাকে টেনে নিয়ে যায় । চলন্ত ট্রেনের ধাক্কায় একপাক খেয়ে প্রায় লাইনের নীচে ঢুকে যাচ্ছিলেন এই যাত্রী ,তাৎক্ষনাক এই যাত্রীর দিকে ছুটে যান স্টেশনে কর্মরত আরপিএফ জওয়ান ধর্মেন্দ্র কুমার যাদব। সময় খরচ না করে তাকে টেনে বার করেনেন যাত্রীকে । কিচ্ছু ক্ষনের জন্য মনে হলো মারাই গেছেন এই যাত্রী কিন্তু পরে উঠে বসেন তিনি ।

ঘটনাটি ঘটেছে মেদিনীপুর স্টেশনে এক নম্বর প্লাটফর্মে।তখন 21.02.2020 রাত্রি 9:35 মিনিটে । এক নম্বর প্লাটফর্ম থেকে আসানসোল খড়গপুর প্যাসেঞ্জার তখন ছেড়ে বেরিয়ে যাচ্ছে। তাড়াহুড়ো করে ট্রেনে উঠতে গিয়ে হাত ফসকে পড়ে যান খড়গপুর বারোবেটিয়ার বাসিন্দা সুজয় ঘোষ(৪৩) । আরপিএফ কনস্টেবল ধর্মেন্দ্র কুমার যাদব তখন স্টেশনে ছিলেন দ্রুত ছুটে গেয়ে এই ট্রেন যাত্রীর প্রাণ বাঁচান তিনি । পারে তাকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় । আরপিএফ এই জওয়ানের তৎপরতায় প্রাণে বাঁচলেন তিনি ।যারাই প্রত্যক্ষদর্শী প্রত্যেকে এই জওয়ান  কে স্যালুট জানায় তাকে । অবতাক খবর-এর পক্ষ থেকে এই জওয়ান কে স্যালুট জানাচ্ছি আমরা ।