অবতক খবর,১৩ জানুয়ারি : বুধবারই মুর্শিদাবাদে তাঁর বিড়ি কারখানা থেকে কোটি কোটি টাকা উদ্ধার করেছেন আয়কর দফতরের আধিকারিকরা। এবার জঙ্গিপুরের তৃণমূল বিধায়ক জাকির হোসেনকে কলকাতায় তলব করা হল। ১১ কোটির উৎস সন্ধানে এবার আয়কর দফতরে তলব করা হয়েছে। আগামী সপ্তাহেই তাঁকে হাজির হতে বলা হয়েছে। গত পাঁচ বছরের আয়ের নথি, ব্যবসা সংক্রান্ত নথি নিয়ে আসার কথা বলা হয়েছে। শুধু জাকির হোসেন নয়, আয়কর দফতরে ডাকা হয়েছে আমিরুদ্দিন ববিকেও। বুধবার আয়কর দফতর হানা দেয় মুর্শিদাবাদে। সেখানে জাকির হোসেনের বিড়ি কারখানা থেকে প্রায় ৮ কোটি টাকা নগদ উদ্ধার করা হয় বলে সূত্রের খবর। ১ কোটি টাকা উদ্ধার হয় বাড়ি থেকে। পাশাপাশি আরও তিনটি বিড়ি কারখানা, রাইস মিল মিলিয়ে ২ কোটি টাকা উদ্ধার হয়। বুধবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত মোট ২৮টি জায়গায় তল্লাশি চালায় আয়কর দফতর।

জাকিরের বিড়ি কারখানার পাশাপাশি আমিরুদ্দিন ববির হোটেলেও হানা দেয় তারা। সেখানে প্রায় ৩৫ ঘণ্টা তল্লাশি চলে। সেখান থেকে বেশ কিছু নথিও উদ্ধার হয়। ২০১০ সাল থেকে কলকাতা পুরনিগমের কাউন্সিলর তিনি। তাঁর হোটেল ব্যবসা কলকাতা ছাড়িয়ে ভিন রাজ্যেও রয়েছে। সেই আমিরুদ্দিন ববিকে এবার তলব আয়কর দফতরের। তাঁকেও সমস্ত নথি নিয়ে হাজির হতে বলা হয়েছে।