অবতক খবর, দক্ষিণ 24 পরগনা, সাগর দ্বীপ,সৌরভ নস্কর :: কিছুদিন আগে ভয়াবহ আমফান ঝড়ে ভেঙ্গে গিয়েছিল সাগরদ্বীপের বহু পানের বরজ,তাই আজকের মুরিগঙ্গা ২ গ্রাম পঞ্চায়েতের ওই অঞ্চলের চাষীদের নতুন করে পানের বরজ তৈরির সামগ্রী তুলে দেওয়া হয়। পান চাষীদের সাহায্য করতে এক অনুষ্ঠান আয়োজন করে ছিল মুরিগঙ্গা ২ গ্রাম পঞ্চায়েতের তৃণমূল দল। ওই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক বঙ্কিমচন্দ্র হাজরা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাগরের দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদের সদস্য মহিতোষ দাস।

এছাড়াও ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাগরের পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ স্বামীর শাহ্ মহাশয়, মুড়িগঙ্গা ২ গ্রাম পঞ্চায়েতের প্রধান গোবিন্দ মন্ডল, মুড়িগঙ্গা ২ গ্ৰাম পঞ্চায়েতের উপপ্রধান সুভাষ দাস সহ উপস্থিত ছিলেন মুড়িগঙ্গা ২ গ্রাম পঞ্চায়েতের সদস্য সদস্যা বৃন্দ, এবং ওই অঞ্চলের কৃষক বন্ধুরা। বিধায়ক বঙ্কিমচন্দ্র হাজরা আম্ফানে ক্ষতিগ্রস্ত পান চাষীদের ছাসের বিভিন্য সরঞ্জাম ও জিনিসপত্র তুলে দিয়ে জানান যে আমাদের মানবিক মুখ্য মন্ত্রী অন্যান্য চাষীদের যে ভাবে সাহায্য করেছেন সেই ভাবে পান চাষীদের ও সাহায্য করেছেন যাতে তাদের আর্থিক অবস্থা ফিরিয়ে আনা যায়।