আমার দৃষ্টি
তমাল সাহা

আমার দৃষ্টি অন্যরকম বলেই হয়তো
সোনালী ঈগলের উড়ানকে যুদ্ধবিমান বলে মনে হয়

আমার দৃষ্টি অন্যরকম বলেই হয়তো
উড়ে যাওয়া মেঘকে বিস্ফোরণের ধোঁয়া বলে মনে হয়

আমার দৃষ্টি অন্যরকম বলেই হয়তো
জলধারাকে বহমান রক্তস্রোত বলে মনে হয়

আমার দৃষ্টি অন্যরকম বলেই হয়তো
ফুটপাতে প্লাটফর্মে শুয়ে থাকা মানুষগুলোকে মৃতদেহ মনে হয়

আমার দৃষ্টি অন্যরকম বলেই হয়তো
অরণ্য মর্মরকে গোপন চক্রান্ত বলে মনে হয়

আমার দৃষ্টি অন্যরকম বলেই হয়তো
বোমার শব্দ শুনলেই ক্ষুদিরাম প্রফুল্ল চাকির কথা মনে হয়

আমার দৃষ্টি অন্যরকম বলেই হয়তো
পার্লামেন্টকে প্রজাপালক না ভেবে ঘাতক বলে মনে হয়