আমার দুর্গা / তমাল সাহা

আমার দুর্গা
তমাল সাহা

তোমার দুর্গা থাকে কৈলাসে
আমার দুর্গা এই নরকাবাসে

তোমার দুর্গা শিবের বাম পাশে
আমার দুর্গা নেতাকে খুব ভালোবাসে

তোমার দুর্গা মণ্ডপে আসে ষাট হাজার টাকা পায়
আমার দুর্গা পাঁচশতে খুশি বাসন মাজে পাড়ায় পাড়ায়

তোমার দুর্গা ছেলেপুলে নিয়ে সমারোহে মহাভোগ খায়
আমার দুর্গা চুপসানো মাই, শিশু নিয়ে বুকে শুয়ে রাস্তায়

তোমার দুর্গার আরেক নাম অপরাজিতা
আমার দুর্গা এখানে পড়ে থাকে ধর্ষিতা