কত মানুষের কত কিছু হতে ইচ্ছে হয়!
আমার খুব ইচ্ছে পরজন্মে আমি যেন মে মাস হয়ে জন্মাই। গতকাল চলে গেল আমার প্রিয় মে মাস!!

আমায় মে করে দাও
তমাল সাহা

মে মাসে জ্যোতির্ময় রবি আসে
মে মাসে ধুমকেতু বিদ্রোহী নজরুল
মে মাসে নকশালবাড়ি
হাতে তার রক্তবর্ণ ফুল

মে মাসে সুকান্ত
দিগন্তে প্রত্যাসন্ন সর্বনাশী তুফান
মে মাসে দিনবদলের গান সমুদ্র পার থেকে ছুটে আসে পিট সিগার বব ডিলান

মে মাসে নারীর পাশে এসে দাঁড়ায় রাজা রামমোহন
প্রতিবাদে সোচ্চার পরাস্ত হয় সতীদাহ সহমরণ

মে মাসেই দুনিয়ার পাহারাদার কাল মার্কস সঙ্গে সশস্ত্র প্রীতিলতা ওয়াদ্দেদার
মে মাসেই উজ্জ্বল পলাশ বসন্তের বজ্রনির্ঘোষ চারু মজুমদার

মে মাসেই জীবনসংগ্রামী মানিক বাড়ুজ্জে
পদ্মায় মাঝি অগনন জলযান
মে মাসেই গান্ধীনগরের রাত্রির কবি হাতে তার শব্দভেদী আগ্নেয় বাণ

মে মাসেই চলমান চিত্র আন্তর্জাতিক সত্যজিৎ মৃণাল
ফ্যাসিবাদের মুখোমুখি প্রথম সেই সোমেন চন্দ– রক্তস্নাত লাল

মে মাসেই মহান কারিগর শিল্পের জাদুকর
সে নাকি অন্ত্যজ! রামকিঙ্কর
গড়ে চলে মানুষের মুখ আশ্চর্য ভাস্কর

মে মানেই মান্না দের গান
চাঁদ দেখতে গিয়েই তোমাকে দেখে ফেলা
শুধু হৃদয়ে লিখ নাম

কবি থেকে হয়েছিল কানোরিয়ার কোকিল
চটকল মজুরের সঙ্গে গিয়েছিল মিশে
জেলও খেটে ছিল কোনোদিন
দংশন করেছিল তাকে রাষ্ট্রীয় বিষে
মে মাসেই পা রেখেছিল মাটিতে জীবনবোধ গভীর
আকাশে লেখা তার নাম রায় সমীর

মে মাসেই মে ডে মাসের প্রথম দিন
জীবনের রঙ একটাই রক্তে লাল পতাকা উড্ডীন
মে মাসেই দুনিয়াজুড়ে শ্রমজীবীর হিম্মত জারি
ঝড় তুলেছে কমিউন দ্য পারি

মে মাসের প্রান্তিক বেলায় জোন অব আর্ক গেয়েছিল আগুনের গান
দুরন্ত ডানাওয়ালা এক পাখি
সকালে উঠে দেখি জানালার কাছে করছে ডাকাডাকি

হে মহাজীবন!
তুমি কত দূর যাবে, যাও
তোমার পায়ে পড়ি,আমাকে একবার মে করে দাও!