অবতক খবর,১৪ আগস্ট,বালুরঘাট: “আমরা বাঁচাবো রক্তে মুমূর্ষু রুগির প্রাণ, স্বেচ্ছা রক্তদানে গাই মনুষ্যের জয় গান”।
এই স্লোগানকে সামনে রেখে আজ বালুরঘাট জোর্তিময় লোকনাথ মন্দির ও আত্রেয়ী কন্যার উদ্যগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির।
আপনার রক্তদান, একটি অভাবীদের জন্য জীবন দান।

করোনাকালে জেলাতে সেরকমভাবে তেমন কোন রক্তদান শিবির না হওয়ার দরুন হাসপাতালগুলিতে দেখা দিয়েছে রক্ত সংকট।
বলতে গেলে রক্তদান কর্মসূচি প্রায় বন্ধই।
চরম সংকটের মধ্যে পড়েছেন থ্যালাসেমিয়া রোগীরা। দু’একটি রক্তদান শিবির হলেও তা প্রয়োজনের তুলনায় যথেষ্ট নয়।
আর যার ফলে ব্লাড ব্যাঙ্কে গিয়ে খালি হাতে ফিরতে হচ্ছে রোগীর আত্মীয়-স্বজনদের।
হন্য হয়ে রোগীর আত্মীয়-পরিজনরা যোগাযোগ করছেন বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যদের সাথে।

কিন্তু রক্তদান শিবির না হওয়ায় রক্তের ক্রেডিট কার্ড মিললেও ব্লাড ব্যাঙ্কে গিয়ে অনেক সময় রক্ত মিলছে না।

সেদিকে লক্ষ্য রেখে জেলায় এই রক্তসঙ্কট মেটাতে প্যান্ডেমিক সময়ে বালুরঘাট জোতির্ময় লোকনাথ মন্দির ও আত্রেয়ী কন্যার উদ্যোগে শনিবার সকালে এক স্বেচ্ছায় রক্তদান শিবির আয়োজন করা হয় বালুরঘাট লোকনাথ মন্দির ভবনে।
ত্রিস্তরীয় স্যানিটাইজেশন প্রক্রিয়াতে, ভিড় নিয়ন্ত্রণ, ডিস্পোসেবল বেড শিট, মাধ্যমে স্বাস্থ্যবিধি মেনে হয়েছে আজকের এই রক্তদান শিবির।
যেখানে বালুরঘাট শহর তো বটেই, তার আশেপাশের অঞ্চল থেকে বেশ কিছু রক্তদাতা তাদের রক্ত স্বেচ্ছায় দান করেন।

আজকের এই রক্তদান শিবিরে উস্যাহী স্বেচ্ছায় রক্তদাতাদের উস্যাহ প্রদান করতে শহরের বেশ কয়েকজন বিশিষ্ট ব্যাক্তি এই শিবিরে উপস্থিত থেকে তাদের উস্যাহ প্রদান করেন।