আমরা ডান্ডা নিয়েই নবান্নে যাবো,বাঁকুড়ায় বললেন দিলীপ ঘোষ 

অবতক খবর,১৭ আগস্ট,বাঁকুড়া:-তৃনমূলে আর কেউ আছে দুর্নীতি ছাড়া। দেখা যাক সময় আসলে বোঝা যাবে”। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নতুন তৃনমূলের ডাক সম্পর্কে এই ভাষাতেই প্রতিক্রিয়া দিলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। আজ কলাইকুন্ডায় কর্মসূচী সেরে বাঁকুড়ায় গিয়ে এক দলীয় কর্মীর বাড়িতে মধ্যাহ্নভোজ সারেন। বাঁকুড়ায় যাওয়ার পথে ধলডাঙ্গা মোড়ে তাঁকে স্বাগত জানান দলীয় কর্মীরা। সেখানেই সাংবাদিকদের প্রশ্নের উত্তরে একথা বলেন দিলীপ ঘোষ।

সুকান্ত মজুমদারের ডাণ্ডা নিয়ে নবান্ন অভিযান প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, “তিনি ঝান্ডার সাথে ডান্ডা নিতে বলেছেন। আমি আগেই বলেছিলাম। ওরা পিঠের চামড়া তুলে দেব বলছে। আমরা কী খালি হাতে যাব? আমরা ডান্ডা নিয়েই যাব”। পঞ্চায়েত নির্বাচন নিয়ে দল কতটা প্রস্তুত? “আসুক পঞ্চায়েত নির্বাচন। ততদিন তৃনমূল দলটাই থাকে কিনা দেখুন”। অনুব্রতর বাড়িতে সিবি আই প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, ” শুধু অনুব্রতর মেয়ে নয়, “পার্টি এবং সরকারের সবাইকে জেরা করতে হবে। সবাই দুর্নীতিগ্রস্থ। সবে শুরু হয়েছে। আমরা অপেক্ষা করছি কতদূর যায়”। পার্থ চট্টোপাধ্যায়কে জেলে গিয়ে ইডির জেরা প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, ” ইডি তার কাজ করছে”।