নিজস্ব সংবাদদাতা :: অবতক খবর :; ২৭শে,ডিসেম্বর :: শিলিগুড়ি :: শিলিগুড়ি শহরের লাগোয়া আমবাড়ি ফরেস্ট রেস্ট হাউস এলাকায় বৃদ্ধাশ্রমের আবাসিক, দৃষ্টিহীন এবং অনাথ শিশুদের নিয়ে অন্যরকম এক পিকনিক হলো আজ । বড় দিন এবং নতুন বছরকে সামনে রেখে সমাজসেবা ও আনন্দ উৎসবের অন্যরকম ওই আয়োজন করেন শিব মন্দিরের সমাজকর্মী কানাই চট্টোপাধ্যায়, জ্যোতি ঘোষ, দীপালি ঘোষ সহ অন্যরা।

সেখানে কানাইবাবু ও জ্যোতিবাবুরা শুধু খাওয়াদাওয়ার আয়োজনই করেননি, তার সঙ্গে শীত বস্ত্র প্রদান, মেডিকেটেড মশারি প্রদানের কাজও করেন। শিলিগুড়ির দুঃস্থ ও মেধাবী ছাত্রী রিতু সূত্রধর এবং তার মাকেও সেখানে শীত বস্ত্র সহ অন্য সাহায্য তুলে দেন জ্যোতিবাবু ও দীপালিদেবীরা। পিকনিকের পাশাপাশি দৃষ্টিহীন, অনাথরা সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠানও পরিবেশন করে।