অবতক খবর :: শিলিগুড়ি :: ২০ মে ::   পূর্বাভাস ছিলই আবহাওয়া অধিদপ্তরের। সেই মতোই রাজ্যে হানা দিল ঘূর্ণিঝড় আমফান। বলা হয়েছে আয়লা বা ফণীর থেকেও ভয়াবহ রূপ নিতে চলেছে এই ঘূর্ণিঝড়। সকাল থেকেই আবহাওয়া ঝোড়ো। রাজ্যের সাথে সাথে শিলিগুড়িতেও আমফানের দাপটে শুরু হয়েছে ঝড় বৃষ্টি। সাথে প্রবল হাওয়াও।

আমফানের প্রভাব শিলিগুড়ি সহ গোটা উত্তরবঙ্গেই। জলপাইগুড়ি এবং কোচবিহার এবং মালদাতেও ঝড়ের প্রভাব লক্ষ্য করা গেছে।কোন কোন জায়গাতে ঝড়ের প্রভাবে গাছ পড়ে যাবার খবরও পাওয়া গেছে। তবে এখনও ধ্বংসাত্মক রূপের হিসাব পাওয়া যায়নি। শোনা যাচ্ছে ধীরে ধীরে শক্তি বাড়াতে পারে এই নিম্নচাপ।